শায়খ নাসির উদ্দিন আলবানী (রাহিমাহুল্লাহ)


শায়খ নাসির উদ্দিন আলবানী (রাহিমাহুল্লাহ)-এর সংক্ষিপ্ত জীবনী

 

নাম : নাসির উদ্দিন 

জীবনকাল : (১৯১৪-১৯৯৯ ঈসায়ী)।

ডাক নাম : আবু আব্দুর রাহমান।

পুরো নাম : নাসির উদ্দিন আলবানী (ناصر الدين الألباني)

পিতা : নূহ

দাদা : নাজাতী

 

(ইউরোপের মুসলিম অধ্যুষিত দেশ আলবেনিয়ায় তার জন্ম হওয়ায় তাকে আলবানী  বলা হয়।)

 

প্রবল ইচ্ছাশক্তি, অসীম সাহস, সূদৃঢ় মনোবল আর ইখলাছ ভরা প্রত্যয় থাকলে কিভাবে একজন মানুষকে আল্লাহ তা'য়ালা শতাব্দির অন্যতম হাদীছ বিশারদে পরিণত করেন তার জলন্ত উদাহরণ হচ্ছেন নাসিরুদ্দিন আলবানী (রাহিঃ)

 

আন্তর্জাতিক বাদশাহ ফায়সাল পুরষ্কার :

ইসলামী জ্ঞান-গবেষণা ও ইসলামী শিক্ষার প্রচারে অবদানের জন্য তাকে ১৪১৯ হিজরী, মোতাবেক ১৯৯৯ ইং সনে আন্তর্জাতিক বাদশাহ ফায়সাল পুরষ্কারে ভূষিত করা হয়। তার পুরষ্কারের শিরোনাম ছিল: “প্রায় একশ’র অধিক পুস্তক রচনার মধ্য দিয়ে হাদীসের তাহকীক, তাখরীজ ও গবেষণা ইত্যাদি ক্ষেত্রে হাদীসের সেবায় বিশেষ অবদানের জন্য সিরিয় নাগরিক সম্মানিত শাইখ নাসিরুদ্দীন আলবানীকে এ পুরষ্কারের জন্য মনোনীত করা হল।

তার বইগুলো সারা বিশ্বে পাওয়া যায়। বাংলাভাষায় তার ৪৪টি বই বাংলায় অনুবাদ করা হয়েছে। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় বই ‘ছালাত সম্পাদনের পদ্ধতি’- নাসিরুদ্দিন আলবানী। এছাড়া নাসিরুদ্দিন আলবানীর জীবনী সম্পর্কে বইও পাওয়া যাচ্ছে বাংলাদেশে ।

 

তাঁর ব্যাপারে আলেমগণের প্রশংসা :

 

১) শাইখ আব্দুল্লাহ বিন বায (রহ:) বলেন :

বর্তমান বিশ্বে আসমানের নিচে আল্লামা মুহাম্মাদ নাসিরুদ্দীন আলবানীর মত এত বড় হাদীসের আলেম আমি দেখি নি।”

শাইখ বিন বায (রহ:) এর নিকট এই হাদীছটি সম্পর্কে জানতে চাওয়া হয়। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আল্লাহ তায়ালা প্রতি একশ বছরের মাথায় এই উম্মতের জন্য এমন একজনকে পাঠাবেন যিনি দ্বীন-ইসলামকে সংস্কার করবেন।” তিনি বলেন, “আমার ধারণা, শাইখ মুহাম্মদ নাসিরুদ্দীন আলবানী হলেন এ যুগের মুজাদ্দিদ বা সংস্কারক। আল্লাহ সব চেয়ে ভাল জানেন।”

 

২) শাইখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমীন (রহ.) বলেন :

শাইখের সাথে বৈঠকাদীতে বসার পর (যদিও তা কম) যা বুঝতে পেরেছি তা হল: তিনি সুন্নাহর প্রতি আমল এবং আমল-আকীদা উভয় ক্ষেত্রেই বিদ‘আত উৎখাতে খুবই আগ্রহী। আর তার লিখিত বই-পুস্তক পড়ে তার ব্যাপারে জানতে পারলাম যে, তিনি হাদীসের সনদ ও মতন উভয় ক্ষেত্রে পর্যাপ্ত জ্ঞানের অধিকারী। এ সকল বই-পুস্তক দ্বারা আল্লাহ তা‘আলা অনেক মানুষকে উপকৃত করেছেন-যেভাবে জ্ঞানার্জনের ক্ষেত্রে তারা লাভবান হয়েছে তদ্রুপ নীতি-নির্ধারণ এবং ইলমে হাদীছের প্রতি আগ্রহ সৃষ্টির ক্ষেত্রেও তারা লাভবান হয়েছেন। এটি মুসলমানদের জন্য বড় একটি বড় প্রাপ্তি। আল-হামদুলিল্লাহ। আর ইলমে হাদীসের ক্ষেত্রে তার জ্ঞানগর্ভ গবেষণা সত্যি চমৎকৃত হওয়ার মত।”

 

৩) খ্যাতনামা মুফাসসির শাইখ মুহাম্মদ আল আমীন আশ শানকীতী :

শাইখ আব্দুল আজীজ আল হাদ্দাহ বলেন, “আল্লামা শানকীতী শাইখ আলবানীকে বিষ্ময়করভাবে সম্মান করতেন। তিনি মদীনার মসজিদে হারামে দারস প্রদান করার সময় যদি শাইখ আলবানীকে হেঁটে যেতে দেখতে তিনি তার সম্মানে দাঁড়িয়ে যেতেন এবং সালাম প্রদান করতেন।”

 

৪) শাইখ মুকবিল আল ওয়াদিঈ :

আমি যে আকীদা পোষণ করি এবং আল্লাহর উদ্দেশ্যে দ্বীন হিসেবে মনে করি তা হল, শাইখ মুহাম্মদ নাসিরুদ্দীন আলবানী হলেন সে সকল মুজাদ্দিদগণের অন্তর্ভুক্ত যাদের ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই হাদীছটি প্রযোজ্য:

আল্লাহ তায়ালা প্রতি একশ বছরের মাথায় এই উম্মতের জন্য এমন একজনকে পাঠাবেন যিনি দ্বীন-ইসলামকে সংস্কার করবেন।”

 

নাসিরুদ্দীন আলবানী (রাহি) এর অন্তিম ওসিয়ত :

প্রথমতঃ আমি আমার স্ত্রী, সন্তান-সন্ততি, বন্ধু-বান্ধব ও যারা আমাকে ভালবাসে তাদের নিকট এই ওসিয়ত করছি, যখন তাদের কাছে আমার মৃত্যু সংবাদ পৌছবে তারা যেন আমার জন্য আল্লাহর নিকট রহমত ও মাগফিরাত কামনা করে দু‘আ করে এবং আমার মৃত্যুতে কেউ যেন নিয়াহা বা উচ্চ আওয়াজে ক্রন্দন না করে।

 

দ্বিতীয়তঃ যেন অনতিবিলম্বে আমাকে দাফন করা হয় এবং প্রয়োজনীয় কাফন-দাফনের প্রস্তুতির জন্য যাদেরকে না হলেই নয় তাদেরকে ছাড়া নিকটাত্মীয় বা বন্ধু-বান্ধবকে মৃত্যুর সংবাদ দিতে গিয়ে যেন দাফন কর্ম বিলম্ব না করে। আমাকে গোসল দেয়ার দায়িত্ব পালন করবে, ইজ্জত খাযার আবু আব্দুল্লাহ এবং তিনি যাকে এ কাজে সহযোগিতার জন্য পছন্দ করবেন। তিনি আমার প্রতিবেশী এবং একান্ত অন্তরঙ্গ বন্ধু।

 

তৃতীয়তঃ তিনি মৃত্যুর আগেই তার বাড়ির অদূরেই কবরের জন্য জায়গা নির্ধারণ করে দেন। যেন গাড়িতে উঠিয়ে তার লাশ বহন করে দূরে নিতে না হয় কিংবা কবর দিতে আসা লোকজনকে গাড়িতে চড়ে লাশের সাথে যেতে না হয়। সেই সাথে এমন পুরনো গোরস্থানে যেন তাকে কবর দেয়া হয় যেটার ব্যাপারে আশা করা যায় যে, সেটা আর খুঁড়া-খুঁড়ি করা হবে না।

আমি যদি দেশের বাইরে মারা যাই তবে আমার দাফন কর্ম সমাধান করার আগে যেন দেশে আমার সন্তান সন্তান-সন্ততি বা অন্য লোকজনকে খবর না দেয়া হয়। অন্যথায় তারা আবেগের বশবর্তী হয়ে হয়ত এমন কিছু করবে যার কারণে আমার দাফন কর্ম বিলম্ব হয়ে যাবে।

আল্লাহর নিকট প্রার্থনা, আমি যেন তার সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করি যে, তিনি মৃত্যুর আগেই আমার পূর্বাপর সকল গুনাহ মাফ করে দিয়েছেন।

আর আমার লাইব্রেরীর ব্যাপারে ওসিয়ত হল, লাইব্রেরীর প্রকাশিত, অপ্রকাশিত, পাণ্ডুলিপি, আমার লেখা বা অন্যের লেখা সকল বই-পুস্তক মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে ওয়াকফ করছি। যেন কুরআন-সুন্নাহ ও সালফে-সালেহীনের মানহাজের দিকে দাওয়াতের পথে এগুলো স্মৃতি হিসেবে অবশিষ্ট থেকে যায়। কারণ, আমি এক কালে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলাম। আল্লাহর নিকট আশা করি, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক থাকা অবস্থায় তিনি যেভাবে আমার মাধ্যমে ছাত্রদের উপকার করেছেন ঠিক সেই ভাবে আমার লাইব্রেরীতে যে সকল মানুষ জ্ঞানার্জনের জন্য আসবে তারাও যেন এগুলো থেকে উপকৃত হয়। আর আমি নিজেও যেন তাদের দু‘আর মাধ্যমে লাভবান হই।

ﺭﺏ ﺃﻭﺯﻋﻨﻲ ﺃﻥ ﺃﺷﻜﺮ ﻧﻌﻤﺘﻚ ﺍﻟﺘﻲ ﺃﻧﻌﻤﺖ ﻋﻠﻲ ﻭ ﻋﻠﻰ ﻭﺍﻟﺪﻱ ﻭ ﺃﻥ ﺃﻋﻤﻞ ﺻﺎﻟﺤﺎً ﺗﺮﺿﺎﻩ ﻭ ﺃﺻﻠﺢ ﻟﻲ ﻓﻲ ﺫﺭﻳﺘﻲ ﺇﻧﻲ ﺗﺒﺖ ﺇﻟﻴﻚ ﻭ ﺇﻧﻲ ﻣﻦ ﺍﻟﻤﺴﻠﻤﻴﻦ

হে প্রভু, তুমি আমাকে এবং আমার পিতা-মাতাকে যে নেয়ামত দিয়েছ তার শুকরিয়া আদায়ের তাওফীক দান কর। আরও তাওফীক দান কর এমন নেক আমল করার যাতে তুমি সন্তুষ্ট হও। আমার উপকারের জন্যে আমার সন্তান-সন্ততিকে পরিশুদ্ধ করে দাও। আমি তোমার নিকট তওবা করলাম। নিশ্চয় আমি মুসলিমদের অন্তর্ভুক্ত।”

[২৭ জুমাদা আল আওয়াল ১৪১০ হিজরী।]

 

 

মৃত্যু : আলবানী রাহিমাহুল্লাহ এর ওফাত হয়, শনিবার, ২২ জুমাদা আল আখেরা, ১৪২০ হিজরী, মোতাবেক ২ অক্টোবর, ১৯৯৯ খৃষ্টাব্দ। ইশার ছালাতের পরে তাকে দাফন দেয়া হয়। দুটি কারণে শাইখের দাফন তাড়াতাড়ি দেয়া হয় :

প্রথমতঃ তার ওসীয়ত বাস্তবায়ন।

দ্বিতীয়তঃ শাইখের মৃত্যুর সময়কালটা ছিল খুব গরম। তাই যেন দাফন দিতে আসা লোকজনের কষ্ট না হয়ে যায় ।

যদিও শাইখের মৃত্যুর সংবাদ নিকটাত্মীয় ও কাফন-দাফনে সহযোগিতা করার জন্য বিশেষ কিছু লোককে ছাড়া অন্য কাউকে দেয়া হয় নি এবং মৃত্যু বরণের পর দাফন করতে তেমন বিলম্বও করা হয় নি। তথাপি তারা জানাজায় হাজার হাজার মানুষের সমাগম হয়। কারণ, যে ব্যক্তিই তার মৃত্যুর খবর জানতে পেরেছে সেই অন্য ভাইকে এই খবর পৌঁছিয়ে দিয়েছে।

 

আমরা দু‘আ করি, ইলমে হাদীছের এই বিশ্ববরেণ্য খাদেমকে আল্লাহ তা‘আলা যেন জান্নাতুল ফেরদাউসের উচ্চ মর্যাদা দান করেন। আমীন!!

 

 

বাংলায় অনুদিত বইসমূহঃ

(বইগুলোর পিডিএফ ডাউনলোড করতে বইয়ের নামে ক্লিক করুন)

  1.  সিলসিলা আস সহীহাহ
  2.  সিলসিলা আয যঈফাহ
  3.  তাহক্বীক সুনান আত তিরমীযী
  4.  তাহক্বীক সুনানে আবু দাউদ
  5.  তাহক্বীক সুনান আন নাসাঈ
  6.  তাহক্বীক মিশকাতুল মাসাবীহ
  7.  তাহক্বীক রিয়াদুস সালেহীন
  8.  তাহক্বীক শামায়েলে তিরমিযী
  9.  তাহক্বীক সুনানে ইবনে মাজাহ

 

 

আরবী বইসমূহঃ

বইগুলোর পিডিএফ ডাউনলোড করতে নামে ক্লিক করুন । এরপর পরবর্তী পেইজ এ গিয়ে নিচের  আইকনের মত পিডিএফ আইকনে ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে । Rar ফাইল ডাউনলোড হলে Winrar দিয়ে Extract করে নিবেন ।



1.   نصيحة إمام السنة لإصلاح واقع الأمة

2.   سلسلة الأحاديث الضعيفة والموضوعة مجردة عن التخريج

3.   موسوعة الشيخ الألباني

4.   صلاة التراويح - مكتبة المعارف

5.   صلاة العيدين في المصلى هي السنة - ط. المكتب الإسلامي

6.   التعليقات الحسان على صحيح ابن حبان - ط دار باوزير

7.   الذب الأحمد عن مسند الإمام أحمد - ط دار الصديق

8.   مجموعة تفريغات لأشرطة سلسلة الهدى والنور للشيخ الألباني

9.   صحيح سنن أبي داود - ضعيف سنن أبي داود - مكتبة المعارف

10.                    مكتبة الشيخ الألباني ( الإصدار الثاني )

11.                    سلسلة الأحاديث الضعيفة والموضوعة وأثرها السيئ في الأمة - مكتب المعارف

12.                    برنامج منظومة التحقيقات الحديثية

13.                    سلسلة الأحاديث الصحيحة وشيء من فقهها وفوائدها - مكتبة المعارف

14.                    صحيح سنن ابن ماجه - ضعيف سنن ابن ماجه - مكتبة المعارف

15.                    برنامج الجنى الداني من دوحة الألباني

16.                    صحيح سنن الترمذي - ضعيف سنن الترمذي - مكتبة المعارف

17.                    برنامج مكتبة الشيخ الألباني

18.                    سؤال وجواب حول فقه الواقع - المكتبة الإسلامية

19.                    الأحاديث الصحيحة مرتبة على الأبواب الفقهية - مكتبة المعارف

20.                    صحيح سنن النسائي - ضعيف سنن النسائي - مكتبة المعارف

21.                    خطبة الحاجة التي كان رسول الله صلى الله عليه وسلم يعلمها أصحابه - ط. المعارف

22.                    حكم تارك الصلاة - دار الجلالين

23.                    دفاع عن الحديث النبوي والسيرة في الرد على البوطي في كتابه فقه السيرة - مكتبة الخافقين

24.                    تصحيح حديث إفطار الصائم قبل سفره بعد الفجر - مطبعة الترقي

25.                    حجة النبي صلى الله عليه وسلم كما رواها عنه جابر - ط. المكتب الإسلامي

26.                    تلخيص صفة صلاة النبي صلى الله عليه وسلم - المكتب الإسلامي

27.                    جلباب المرأة المسلمة في الكتاب والسنة - ط دار السلام

28.                    الاحتجاج بالقدر لشيخ الإسلام ابن تيمية - المكتب الإسلامي

29.                    تخريج أحاديث مشكلة الفقر وكيف عالجها الإسلام - المكتب الإسلامي

30.                    الثمر المستطاب في فقه السنة والكتاب - ط غراس

31.                    المسح على الجوربين، ويليه: إتمام النصح في المسح على الجوربين - المكتب الإسلامي

32.                    تحريم آلات الطرب - مكتبة الدليل

33.                    الكلم الطيب - ت الألباني - ط. المعارف

34.                    الإيمان لشيخ الإسلام ابن تيمية - ت الألباني - المكتب الإسلامي

35.                    الرد المفحم على من خالف العلماء وتشدد وتعصب - المكتبة الإسلامية

36.                    إزالة الدهش والوله عن المتحير في صحة حديث ماء زمزم لما شرب له - المكتب الإسلامي

37.                    اقتضاء العلم العمل للخطيب البغدادي - ت الألباني - ط. المعارف

38.                    قصة المسيح الدجال ونزول عيسى عليه السلام وقتله إياه على سياق رواية أبي أمامة

39.                    الإسراء والمعراج وذكر أحاديثهما وتخريجها وبيان صحيحها من سقيمها - المكتبة الإسلامية

40.                    صحيح السيرة النبوية - المكتبة الإسلامية

41.                    الأجوبة النافعة عن أسئلة لجنة مسجد الجامعة - مكتبة المعارف

42.                    صحيح الجامع الصغير وزيادته - ضعيف الجامع الصغير وزيادته (الجامع الكبير) ط المكتب الإسلامي

43.                    إرواء الغليل في تخريج أحاديث منار السبيل - المكتب الإسلامي

44.                    صحيح الأدب المفرد - ضعيف الأدب المفرد - للإمام للبخاري - ط مكتبة دليل

45.                    مناسك الحج والعمرة في الكتاب والسنة وآثار السلف وسرد ما ألحق الناس بها من بدع - مكتبة المعارف

46.                    قيام رمضان فضله وكيفية أدائه ومشروعية الجماعة فيه - المكتبة الإسلامية

47.                    كيف يجب علينا أن نفسر القرآن الكريم - المكتبة الإسلامية

48.                    التوحيد أولاً يا دعاة الإسلام - ط الهدي النبوي

49.                    غاية المرام في تخريج أحاديث الحلال والحرام - المكتب الإسلامي

50.                    الحديث حجة بنفسه في العقائد والأحكام - مكتبة المعارف

51.                    العقيدة الطحاوية شرح وتعليق - ط. المعارف

52.                    تلخيص صفة صلاة النبي صلى الله عليه وسلم - المكتب الإسلامي

53.                    التوسل أنواعه وأحكامه - مكتبة المعارف

54.                    نصب المجانيق لنسف قصة الغرانيق - ط. المكتب الإسلامي

55.                    أحكام الجنائز وبدعها - ط. المكتب الإسلامي

56.                    تحذير الساجد من اتخاذ القبور مساجد - ط. المكتب الإسلامي

57.                    مختصر صحيح البخاري - مكتبة المعارف

58.                    تمام المنة في التعليق على فقه السنة - ط دار الراية

59.                    آداب الزفاف في السنة المطهرة - المكتبة الإسلامية

60.                    صحيح الترغيب والترهيب - ضعيف الترغيب والترهيب - مكتبة المعارف